ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ই-অরেঞ্জের 'পৃষ্ঠপোষক' পরিদর্শক সোহেল ভারতে আটক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, সেপ্টেম্বর ৪, ২০২১
ই-অরেঞ্জের 'পৃষ্ঠপোষক' পরিদর্শক সোহেল ভারতে আটক! ...

ঢাকা: অর্থ হাতিয়ে নেওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে আটক হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আটক সোহেল রানাই বনানী থানার পরিদর্শক কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে বৃহস্পতিবারের (২ সেপ্টেম্বর) পর থেকে তিনি থানায় যাননি, ছুটিও নেননি। বিষয়টি আলোচনায় আসার পর থেকে তার ফোনও বন্ধ পেয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বৃহস্পতিবারের (২ সেপ্টেম্বর) পর থানায় আসেননি, ছুটিও নেননি। বৃহস্পতিবারের পর থেকে অফিসে অনুপস্থিত থাকলেও তিনি কোনোকিছুই অবহিত করেননি।

তিনি আরও জানান, গণমাধ্যম সূত্রে খবর পাচ্ছি তিনি নেপাল-ভারত সীমান্তে বিএসএফ'র হাতে আটক হয়েছেন। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আটক সোহেল রানা ও বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা একই ব্যক্তি কি-না। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকের অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসার পর জানা যায় প্রতিষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। তার বোন ও ভগ্নিপতি ই-অরেঞ্জ পরিচালনা করতেন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।