ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলেছে আজ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

জাবি, সাভার: জন্মাষ্টমী, শবে-কদর ও ঈদ-উল-ফিতর উপলে ১৭ দিন ছুটি শেষে আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলেছে।

পূর্বনির্ধারিত কাশ ও পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাসে ফিরে এসেছে আগের প্রাণচাঞ্চল্য। অনেককেই দেখা গেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।

ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র রিয়েল বাংলানিউজকে জানান, ‘অনেকদিন পর ক্যাম্পাসে ফিরলাম। সব বন্ধুদের সাথে দেখা হলো, ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। তবে, ক্যাম্পাস খোলার প্রথমদিনেই কষ্ট হলেও পরীক্ষা দিতে হয়েছে। ’

প্রতœতত্ত্ব বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র নাজমুস সাকিব বলেন, ‘মা-বাবার আদর স্নেহ ছেড়ে আসতে কষ্ট হলেও পড়ালেখার জন্য প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে ভালোই লাগছে। ’

উল্লেখ্য, জন্মাষ্টমী, শবে-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলে  সেপ্টেম্বরের ১  থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।