ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারী হাসপাতাল পেল ১০টি অক্সিজেন সিলিন্ডার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
আদিতমারী হাসপাতাল পেল ১০টি অক্সিজেন সিলিন্ডার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলো সমাজ সেবা পরিষদের ১০টি অক্সিজেন সিলিন্ডার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এসব অক্সিজেন সিলিন্ডার দেন আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

জানা যায়, আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করেন। যা বর্তমানে ৫০ শয্যায় উন্নীতিকরণ হলেও কিছু চিকিৎসা সরঞ্জামের অভাবে সেবা প্রদানে মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে। অপারেশন থিয়েটার থাকলেও অবশের চিকিৎসক না থাকায় তা দীর্ঘ কয়েক যুগ থেকে তালাবদ্ধ। একমাত্র এক্সেরে মেশিনটিও দীর্ঘদিন ধরে বিকল। নেই আল্ট্রাসনোগ্রাফি মেশিন। ফলে চিকিৎসা সেবা অনেকাংশে ব্যহত হচ্ছে। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না উপজেলার সাধারণ মানুষ।

চলমান বিশ্বে মরণঘাতক করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার অন্যতম সরঞ্জাম অক্সিজেনও সংকট এ হাসপাতালে। শুধু অক্সিজেন সংকটের কারণে করোনা আক্রান্ত রোগীদের লালমনিরহাট সদর হাসপাতাল বা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনী আসনের এ হাসপাতালে সমাজসেবা পরিষদের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন। যা বৃহস্পতিবার (৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এসব অক্সিজেন স্লিন্ডারের বাজার মুল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অক্সিজেন স্লিন্ডার বুঝে নেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর রায়, উপজেলা সমাজসেবা অফিসার রওশন আলী মণ্ডল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।