ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে দুস্থ ২৫০ পরিবারের মধ্যে শুভসংঘের ত্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
সাপাহারে দুস্থ ২৫০ পরিবারের মধ্যে শুভসংঘের ত্রাণ

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় অসহায় ও দুস্থ ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।  

স্বাস্থ্যবিধি মেনে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় বৃহস্পতিবার (৫ আগস্ট) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ৩ কেজি করে ডাল ও আটা দেওয়া হয়েছে। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।

সহায়তা পেয়ে আফসানা খাতুন নামে এক উপকারভোগী বলেন, ‘মোর জীবনত অনেক কষ্ট বা। তিনটা বেটা আছে, কিন্তু মোক ভাত দেয় না। অনেক কষ্টে দিন যায়। হেয়ার পর আবার করোনা। করোনার ভয়ে বাড়িত থেকে বের হওয়া পাওনা। বেটার বউয়ের কাছে ভাত চালে দেয় না। তোমাঘর খাবার দিয়ে মুই মেলা দিন খাওয়া পামু। '

খোদেজা বেগম বলেন, বসুন্ধরাক মালিক ভালো থাকুক। দোয়া করি আবার যেন সাহায্য পাই আমরা। তোমাঘর দানা-পানি খাইয়েই তো মোরা চলতে পারি। আর কেউ তো দেখে না হামাঘর। আল্লা তোমাঘের মঙ্গল করুক।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল বলেন, করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। বসুন্ধরা গ্রুপও সারা দেশের ২ লাখ অসহায় পরিবারকে ত্রাণের আওতায় নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে এটা বসুন্ধরা গ্রুপের শ্রেষ্ঠ উদ্যোগ। তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি, বসুন্ধরা গ্রুপের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীরাও মানুষের পাশে এগিয়ে আসবে। যেকোনো ব্যাপারে আমরা বসুন্ধরা গ্রুপকে পাশে পাবো, সেই প্রত্যাশা রাখি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাপাহার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী, কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, সাপাহার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারওয়ার, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, নওগাঁ জেলার সহ-সভাপতি সাব্বির হোসেন, সাপাহার শাখার সভাপতি নুরুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আকরাম হোসেন, আব্দুল আলিম, সেলিম, ফজলুর রহমান ও উত্তরা ইউনিভার্সিটি শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।