ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলমান বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
চলমান বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (০৫ আগস্ট) থেকে পাঁচদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

ওই পাঁচদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।  

করেছে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা  প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।  

 এর আগে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।  বৃহস্পতিবার (০৫ আগস্ট) নতুন করে লকডাউনের সময় বাড়ানো হলো।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২০৭, আগস্ট ০৫, ২০২১
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।