ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

ঢাকা: খাবারের প্যাকেট নিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপভ্যানের ধাক্কায় ইতি (৬) নামে এক শিশু নিহত হয়েছে।  

বুধবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইতি কুমিল্লার তিতাস উপজেলার কামাল মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে খিলগাঁও বাগিচা রেলওয়ে বস্তিতে থাকত।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার বিশ্বাস জানান, দুপুর দেড়টার দিকে খিলগাঁও বিশ্বরোড হিকমা চক্ষু হাসপাতালের সামনের রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। পরে খবর পেয়ে বেলা দুইটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, দুর্ঘটনার সময় শিশুটির হাতে একটি খাবারের প্যাকেট ছিল। হয়তো বা তাকে কেউ দিয়েছে। ওই প্যাকেট নিয়ে রাস্তা পার হবার সময় দুর্ঘটনায় মারা যায় শিশুটি।
ঘটনার পরপরই চালকসহ পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। বিস্তারিত আরো তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।