ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে করোনা রোগীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
যশোরে করোনা রোগীর আত্মহত্যা ...

যশোর: যশোরে হাবিবুর রহমান (৪৮) নামে এক করোনা রোগী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০৩ আগস্ট) গভীর রাতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

তিনি সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হাজী জাবেদের ছেলে।

মৃত হাবিবুরের ভাই জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, বড় ভাই গত ৩১ জুলাই করোনা পজিটিভ হয়ে বাড়িতে ছিলেন। মঙ্গলবার গভীর রাতে তিনি আত্মহত্যা করেছেন।

আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাবিবুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৪টার দিকে মারা গেছেন। তার গলায় দড়ির দাগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।