ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই মাসে ৮ কোটি টিকা দেওয়া হবে: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
দুই মাসে ৮ কোটি টিকা দেওয়া হবে: ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী দুই মাসে দেশের জনগণকে ৮ কোটি টিকা দেওয়া হবে।

সোমবার (২ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট এক সপ্তাহে ১ কোটি টিকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। সে অনুযায়ী আগামী দুই মাসে ৮ কোটি টিকা দেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় জনসন টিকা পাওয়ার জন্য আশা করছি। তবে জনসন টিকার দাম বেশি বলে কেউ সেটা কিনে দান করতে চাইছেন না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

** ‘রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের সুপারিশ প্রত্যাখ্যান করেছি’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।