ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় সুস্থ হয়ে ডেঙ্গুতে প্রকৌশলীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
করোনায় সুস্থ হয়ে ডেঙ্গুতে প্রকৌশলীর মৃত্যু

কুমিল্লা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার তিতাস উপজেলা প্রকৌশলী মো. ওয়াহেদুর রহমান।

রোববার (০১ আগস্ট) সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওয়াহেদুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিতাস উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন।

তিনি বলেন, দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর গত ২৬ জুলাই স্যার (ওয়াহেদুর রহমান) জ্বরে আক্রান্ত হন। গত বুধবার সকালে তার পরিবার ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডেঙ্গু ধরা পড়ে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় স্যার সেখানে মারা যান।

প্রকৌশলী ওয়াহেদুর রহমান গত বছরের ২০ ডিসেম্বর তিতাস উপজেলায় যোগ দেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।