ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী সীমান্তে ভারতীয় মহিষ জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
রাজশাহী সীমান্তে ভারতীয় মহিষ জব্দ

রাজশাহী: রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি ভারতীয় মহিষ জব্দ করেছে রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজপাড়া থানাধীন কেশবপুর চর এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাত ১০টায় বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ১৬ জনের একটি বিশেষ টহল দল রাজশাহীর কেশবপুর চর এলাকায় টহল পরিচালনা করে। এ সময় বড় আটটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। বর্তমানে মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এসএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।