ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে করোনায় মারা গেলেন উপ-সহকারী প্রকৌশলী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
কিশোরগঞ্জে করোনায় মারা গেলেন উপ-সহকারী প্রকৌশলী  মো. ওমর ফারুক

কিশোরগঞ্জ: করোনা আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক (৩৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দিনগত রাতে সেখানে তার মৃত্যু হয়।  

উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুকের মৃত্যুতে কটিয়াদীর ইউএনও জ্যোতিশ্বর পাল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।