ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মোবাইল চুরির অপবাদে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
মোবাইল চুরির অপবাদে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে হাত-পা বেঁধে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এই ঘটনা ঘটে।

জানা যায়, মোবাইল চুরির অপবাদে ১১ বছর বয়সী ওই শিশুর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটায় স্টেশনের নাইট গার্ড। এরপর হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটক রাখে শিশুটিকে। পরে শিশুটির বাবা-মা ও এলাকাবাসী জানতে পেরে বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে। এসময় পালিয়ে যায় নির্যাতনকারী ওই নাইটগার্ড। শিশুটি এখন পরিবারের জিম্মায় রয়েছে।

ভিকটিমের বাবা খোরশেদ আলম জানান, মিথ্যা অভিযোগে নির্যাতনকারীর দৃষ্টান্ত বিচার চেয়ে থানায় মামলা করবেন তিনি।

স্থানীয় ভিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র বাংলানিউজকে জানান, দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে নাইট গার্ডের নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।