ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মোংলায় বিদেশি জাহাজের ৮ নাবিক করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
মোংলায় বিদেশি জাহাজের ৮ নাবিক করোনায় আক্রান্ত এম ভি ফাজাহ-১, ছবি: মেরিন ট্রাফিকডটকম

বাগেরহাট: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে অবস্থান করা ‘এম ভি ফাজাহ-১’ নামে একটি বিদেশি জাহাজের আট নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজটির ওই আট নাবিককে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন নাবিকদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত নাবিকরা হলেন- ভারতের নুতান গাটিয়াল আনিউল্লাহ, আমিলি আনিকেট দাসারাম, রয় প্রবীর শাওপান, ঘুনটু চালাপাথিরাও, মান্ডাল সঞ্চিত, ফিলিপাইনের চেকর ওকাপ নাইল, বিউন ফ্লোর টালাম এবং ইথিওপিয়ার ইজাইনি টিলাউন মাহিরিটু।
সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২০০ টন মেশিনারি পণ্য নিয়ে গত ২৬ জুলাই মোংলা বন্দরে আসে জাহাজটি। এ সময় জাহাজে থাকা আটজনের শরীরে উপসর্গ দেখা দিলে বন্দরের নিজস্ব তত্ত্বাবধায়নে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বুধবার রাতে তাদের খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
 
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।