ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈরি আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
বৈরি আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি বন্ধ

মাদারীপুর: বৈরি আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে ভোর থেকে নৌরুটে চারটি রো রো ও দু’টি কে-টাইপ ফেরি চলাচল করেছে।  

এদিকে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ কমপক্ষে পাঁচ শতাধিক যানবাহন আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবং একই সঙ্গে ঝড়ো বাতাস বইতে থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। মাঝ পদ্মার দীর্ঘ পথে প্রচণ্ড ঢেউ থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের সহব্যবস্থাপক মো. জামিল হোসেন বলেন, ঝুঁকি এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।