ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ২ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ২ জেলে নিখোঁজ

পিরোজপুর: বঙ্গোপসাগরে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের ইন্দুরকানীর দুই জেলে। দুই দিনেও তাদের কোনো খোঁজ পাননি পরিবার বা মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা।

 

গত মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজ হওয়া জেলেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫০) ও একই গ্রামের ছালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (২৫)।

স্থানীয়রা জানায়, শনিবার (২৪ জুলাই) ১১ জন জেলে নিয়ে একটি দল স্থানীয় ট্রলার মালিক জাহাঙ্গির হোসেনের ট্রলারে করে তারা মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। সেখানের কচিখালী এলাকায় নোংগর ফেলা ওই ট্রলারটি প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারের পিছনের অংশ ভেঙে যায়। ওই ট্রলারে থাকা মাঝিসহ অন্যরা সাগরে সাঁতরে কিনারে ফিরে আসতে পারলেও নিখোঁজ হন ওই দুই জেলে।

সাগরে যাওয়া ওই মাছধরা ট্রলারে মালিক মো. জাহাঙ্গির হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।