ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাসি আক্তার (২৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ জুলাই) উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসি আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী পরশ আলীর স্ত্রী এবং একই গ্রামের রফিকের মেয়ে।

আড়াইহাজার কালাপাহাড়িয়ার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার অরুনা নামে এক মেয়ে ও ইয়ামিন নামে এক ছেলে রয়েছে।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad