ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ্বের কাছে তুলে ধরায় জনপ্রশাসন পদক লাভ করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৭ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এ পদক নেন।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মুমুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের কাছে পদক তুলে দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাসকে এ পদকের জন্য মনোনীত করা হয়। এবারই প্রথম কোনো বাংলাদেশের দূতাবাস এ পদক লাভ করলো।

উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান জনপ্রশাসন পদক পেয়েছে। মঙ্গলবার একসঙ্গে দুই বছরের পদক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ