ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড়ধসে ৫, পানিতে ভেসে ১ রোহিঙ্গার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
পাহাড়ধসে ৫, পানিতে ভেসে ১ রোহিঙ্গার মৃত্যু ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে পাহাড়ধসে দুই পরিবারের তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ভেসে গিয়ে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ও দুপুরে এ দুই ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহতরা হলেন—উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের জি/৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিলবাহার (৪২) ও ৯ বছরের সন্তান শফিউল আলম। একই ক্যাম্পের জি/৩৮ ব্লকের একই পরিবারের ইউসুফের স্ত্রী দিলবাহার (২৫) ও তার দুই সন্তান আড়াই বছরের শিশু আব্দুর রহমান ও এক বছর বয়সী আয়েশা সিদ্দিকা।

এ সময় শাহ আলমের দুই সন্তান নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮) আহত হয়।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পানবাজার পুলিশ ক্যাম্প থেকে এ খবর নিশ্চিত করা হয়। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা ছয় জনের মৃত্যু খবর নিশ্চিত করে জানান, গতকাল থেকে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধস ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১/আপডেট: ১৬৩২ ঘণ্টা
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ