ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তারা

ঢাকা: করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক সভা সচিবালয়ে শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

সরাসরি ও ভার্চ্যুয়ালি এতে সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।  

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একটা বড় সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগের দিন জানিয়েছেন।  

তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, চিকিৎসক বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানিতো অসহায় হয়ে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন কী হয়েছে। মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।

‘লকডাউন’ আর বাড়ানো হবে কিনা, কঠোর করা হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, আগামী বুধবার (২৮ জুলাই) আমরা সভা করবো। তারপর সিদ্ধান্ত।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।