ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু সেলিনা পারভীন শেলী

নেত্রকোনা: নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে সেলিনা পারভীন শেলী নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন।  

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু বলেন, সেলিনা পারভীন ক্লাস টেনের অ্যাসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে ৯টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সঙ্গে সভায় বসার জন্য আসছিলেন। এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সব শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।