ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

১৫০ বছর পর সিসিকের আয়তন বাড়লো ৩৩ বর্গ কি. মি.

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
১৫০ বছর পর সিসিকের আয়তন বাড়লো ৩৩ বর্গ কি. মি.

ঢাকা: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আয়তন বেড়েছে ৩৩ বর্গ কিলোমিটার। সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক সভায় এই প্রস্তাব  অনুমোদন হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলানিউজকে বলেন, সোমবার নিকার সভায় সিলেট সিটির আয়তন আরো ৩৩ বর্গ কিলোমিটার বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত খুশির খবর।

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির ফলে সেবা ও চাকরির সুযোগ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন ৩৩ বর্গ কিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৫ বর্গ কিলোমিটার। প্রায় দেড়শ বছরের মধ্যে প্রথমবারের মতো এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানো হলো। ১৮৭৮ সালে সিলেট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। আর ২০০৪ সালে এ শহরকে কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। প্রাথমিকভাবে এ সিটি কর্পোরেশনকে ১৭৯ বর্গকিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছিল।  

বাংলাদেশের ক্ষুদ্রতম আয়তনের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।