ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজা খাতুন (৪৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও ছেলেসহ তিনজন।

 

রোববার (২৫ জুলাই) সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ফিরোজা একই জেলার কামারখন্দ উপজেলার গিয়াস উদ্দিনের স্ত্রী।  

আহতরা হলেন- স্বামী গিয়াস উদ্দিন (৫৫), ছেলে ওমর ফারুক ও অটোরিকশাচালক শাহজাদপুরের নরিনা গ্রামের মো. আব্দুর রহমান (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বাংলানিউজকে জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মাদলা এলাকায় এল বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসচাপা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ আহত হন যাত্রী স্বামী-স্ত্রী ও ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় ফিরোজার। আহতদের মধ্যে দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতাল ও এক জনকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রেবাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad