ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে ট্রলিচাপায় এক কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
ভূরুঙ্গামারীতে ট্রলিচাপায় এক কিশোর নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্যালোমেশিন চালিত ট্রলির চাপায় জুয়েল রানা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত জুয়েল রানা নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটার হাতেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে সোনাহাট যাওয়ার উদ্দেশে জুয়েল রানা ও তার এক সহযোগী মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। লক্ষ্মীমোড় এলাকায় সংস্কারের কাজ চলমান থাকায় পিচ্ছিল সড়কে সোনাহাটগামী অপর একটি ট্রলিকে অতিক্রম করতে গিয়ে চাকা পিছলে মোটরসাইকেলসহ ট্রলির নিচে ঢুকে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে জুয়েল রানা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় তার সহযোগী। পরে জুয়েল রানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।