ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ক্রেতা সেজে ফার্মেসিতে, পেলেন মেয়াদোত্তীর্ণ হাজার ওষুধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ২৫, ২০২১
ক্রেতা সেজে ফার্মেসিতে, পেলেন মেয়াদোত্তীর্ণ হাজার ওষুধ মেয়দোত্তীর্ণ ওষুধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ক্রেতা সেজে ফার্মেসিতে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে শহরের ২ নম্বর খলিপা পট্টির আল-মদিনা ফার্মেসিতে ক্রেতা সেজে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ রনি।

 

মাহমুদ রনি বাংলানিউজকে জানান, আল-মদীনা ফার্মেসি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। এ সময় সিভিট চাইলে বড় প্যাকেট থেকে মেয়াদের ট্যাগ কাটা ওষুধ বের করে দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ফার্মেসি থেকে সিভিটের ২ শতাধিক প্যাকেটে হাজার হাজার মেয়াদের ট্যাগ কাটা ওষুধ পাওয়া যায়। পরে ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত ওষুধ ধংস করা হয়। এ সময় জেলা ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সভাপতি এবং সহ-সভাপতির উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এভাবে আর বিক্রি করবেন না মর্মে মুচলেকা দেন আল-মদীনা ফার্মেসির মালিক।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।