ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

জোয়ারে কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপ‌রে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, জুলাই ২৫, ২০২১
জোয়ারে কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপ‌রে

ব‌রিশাল: জোয়ারের সময় ব‌রিশা‌লের কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এতে ব‌রিশাল নগরের নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে।

 

শ‌নিবার (২৪ জুলাই) সকাল থে‌কেই এই নদীর পা‌নি বৃ‌দ্ধি শুরু হয়।  

পা‌নি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পূ‌র্ণিমায় জোয়ারের কার‌ণে কীর্তনখোলা সহ এই অঞ্চ‌লের অন‌্যান‌্য নদ নদী‌তে পা‌নি প্রবাহ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে কীর্তনখোলা নদীর পা‌নি।  

শ‌নিবার বিকেলের হি‌সাব অনুযায়ী এই নদী‌তে বিপৎসীমার ২ দশ‌মিক ৬০ সে‌ন্টি‌মিটার ওপর দিয়ে পা‌নি প্রবা‌হিত হ‌য়ে‌ছে‌। এতে নিম্নাঞ্চল প্লা‌বিত হওয়ার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে‌ছে পা‌নি উন্নয়ন বোর্ড।  

পা‌নি উন্নয়ন বো‌র্ডের সহকা‌রি প্রকৌশলী এআই জা‌বেদ ব‌লেন, শুধু কীর্তনখোলা নয়, ব‌রিশা‌লের নয়াভাঙ্গুলী নদীর পা‌নি বিপৎসীমার ২ দশ‌মিক ৭০ সেন্টি‌মিটার, তেতুঁ‌লিয়া নদীর পা‌নি ৩ দশ‌মিক ১০ সে‌ন্টি‌মিটার, সুরমা-মেঘনা নদীর পা‌নি ৪ দশ‌মিক ০৮, কচা নদীর পা‌নি ২ দশ‌মিক ৭৫, বিষখা‌লি‌তে ২ দশ‌মিক ৮১, বু‌ড়িশ্বর-পায়রা নদী‌তে ৩ দশ‌মিক ০৫, বরগুনার বিষখালী নদী‌তে ৩ দশ‌মিক ৩৫ সে‌ন্টি‌মিটার পা‌নি বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।