ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
পাঁচবিবিতে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু ...

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিক ব্রিজে সেলফি তুলতে গিয়ে ছোট যমুনা নদীতে পড়ে আরিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ পাঁচবিবি উপজেলার সোনার পট্রি গ্রামের আলিফ হোসেনের ছেলে।

পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপু কুমার মণ্ডল জানান, শনিবার বিকেলে আরিফ বড় মানিক ব্রিজে নিজের মোবাইল ফোনে সেলফি তুলছিল। এ সময় অসাবধানতায় ব্রিজের নিচে ছোট যমুনা নদীতে পড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।