ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পালিয়ে থাকা ৬ বছরের সাজাপ্রাপ্ত বাস চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
রাজবাড়ীতে পালিয়ে থাকা ৬ বছরের সাজাপ্রাপ্ত বাস চালক গ্রেফতার ...

রাজবাড়ী: ছয় বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ঘাতক বাসের চালক জালাল রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই অনুপ কুমার সরকার অভিযান পরিচালনা করেন।

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বেপোরোয়া গতিতে বাস চালানোর কারণে দুর্ঘটনায় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী আলম পরিবহনের দিলবাহার (২০) ও শাহজাহান নামে দুই জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহত দিলবাহারের ভাই বাদী হয়ে পীরগাছা থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।