ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ...

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে তামিমা আক্তার নামের দেড় বছরের একটি কন্যা শিশুর      মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোশনতারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তামিমা ওই গ্রামের মো. রফিক সরদারের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজম খান পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় শিশুটির মায়ের অগোচরে শিশুটি বাড়ির পাশের নালার পানিতে পড়ে যায়। তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায় স্বজনরা শিশুটিকে বাড়ির পাশের নালায় ভাসতে দেখে তুলে হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা সিদ্দিকী বলেন, ওই শিশুটিকে বিকেল সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।