ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চীনের বন্যায় প্রাণহানিতে ড. মোমেনের গভীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
চীনের বন্যায় প্রাণহানিতে ড. মোমেনের গভীর শোক

ঢাকা:  চীনের মধ্যাঞ্চলে হেনান প্রদেশের ভারী বর্ষণ ও বন্যায় ব্যাপক  প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার ( ২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং  আইকে পাঠানো এক বার্তায় ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মোমেন। শোক বার্তায় তিনি বলেন, চীনা সরকার ও জনগণের পাশে আমরা রয়েছি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চীনা বন্ধুদেরকে আমরা উৎসাহিত করছি।
 
 উল্লেখ্য, চীনের  মধ্যাঞ্চলে হেনান প্রদেশের ভারী বর্ষণ ও বন্যায় ৩৩ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৮ জন। বন্যায় হাজার হাজার  মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।