ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত ফাইল ছবি

নওগাঁ: নওগাঁয়ের পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মধইল থেকে নজিপুর যাওয়ার পথে জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- একই উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।  

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে মধইল থেকে নজিপুর আসছিলেন দুই ভাই অলিত ও সুভাষ। পথে পত্নীতলার জলকার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অলিত নিহত হন। স্থানীয়রা সুভাষকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক। পরে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যৃ তারও মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই ভাইয়ের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।