ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কাঠমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কাঠমিস্ত্রির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সড়ক দুর্ঘটনায় আহত কাঠমিস্ত্রি দিলীপ সূত্রধর (৫০) মারা গেছেন।  

শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত দিলীপ সূত্রধরের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লায়।

এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গ্যাস ফুরিয়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে দিয়ে ফিলিং স্টেশনের দিকে নিয়ে আসছিলেন দিলীপ। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।  

ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহমেদ বাংলানিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।