ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেনা সদস্য নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলোনি র‌্যাব-১২ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যম্বুলেন্সে কর্মরত ছিলেন। তিনি বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমজাদ হোসেন বাইসাইকেল নিয়ে শহরে খাবার কিনতে যাচ্ছিলেন। পথে র‌্যাব ক্যাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেইউএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad