ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা  ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: কঠোর বিধি-নিষেধকে অমান্য করে বিয়ের আয়োজন করায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বাংলানিউজকে জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। লকডাউনে বিবাহসহ সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকার নূর আলম সরকারের এ বিধি-নিষেধ অমান্য করে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন। আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, শুক্রবার ২৩, জুলাই ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।