ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় ভোলায় ৫২ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় ভোলায় ৫২ জনকে জরিমানা প্রতীকী

ভোলা: ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনের ৪৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কঠোর বিধি-নিষেধের প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার তিন উপজেলায় এ জরিমানা করা হয়েছে।

 

এর মধ্যে ভোলা সদরে ৩১ জনকে ৩৫ হাজার ৩০০ টাকা, লালমোহনে ১১ জনকে ১০ হাজার ২০০ টাকা এবং তজুমদ্দিনে ১০ জনকে ১০ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তিন উপজেলায় পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ মামলায় ৫২ জনের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমোহনে সহকারী কমিশনার (ভূমি), মো. জাহিদুল ইসলাম, তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম ও ভোলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান, জিমরান মোহাম্মদ সায়েক এবং আকিব ওসমান।

তিনি আরও জানান, ০১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭৮৯ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৯০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।