ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মেহেরপুর: স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নাটুকে দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সোনাপুর কওমি মাদরাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নাটুকে গার্ড অব অনার দেওয়া হয়।

মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সহকারী কমিশনার ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইদ্রিস আলীসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সোনাপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে লুৎফর রহমান নাটু মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।