ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনে ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেটে যাচ্ছে না কোনো গাড়ি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
লকডাউনে ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেটে যাচ্ছে না কোনো গাড়ি 

নারায়ণগঞ্জ: করোনা সংক্রামণ প্রতিরোধে শুরু হওয়া ১৪ দিনের লকডাউনের প্রথম দিনে একেবারেই ফাঁকা ছিল ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া কাঁচপুর, ভুলতা, সাইনবোর্ড, চিটাগাং রোডের সড়কও ছিল ফাঁকা।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই সড়কগুলো ফাঁকা রয়েছে। দুপুরের পর একেবারেই নীরবতা নেমে আসে মহাসড়কগুলোতে। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চৌকি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অকারণে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করছেন। এছাড়াও নানা রকমের শাস্তি দেওয়া হতে হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া ব্যক্তিদের।  

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ, র্যাব, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর ৩ টি টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের ২৩ টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ  বলেন, মানুষকে সচেতন করতে মাইকিং করছি। বিনা প্রয়োজনে কোনভাবেই কেউ ঘর থেকে বের হবেন না। রাস্তায় সব ধরনের গাড়ি আমরা আটকে দিচ্ছি।  

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমাদের তল্লাশি চৌকিগুলো আছে। জরুরি পণ্যবাহী ছাড়া কোনো যানবাহন আমরা ছাড় দিচ্ছি না, প্রয়োজনে বের হওয়া সকল যানবাহন মামলায় আওতায় আসছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।