ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিচু এলাকা

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিচু এলাকা

ভোলা: ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে  তলিয়ে গেছে অন্তত ২০ টি দ্বীপচর।

পানিবন্দি হয়ে পড়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।  
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে  মেঘনার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। পূর্ণিমার জন্য সৃষ্ট জোয়ারে পানির উচ্চতা বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এরআগে বৃহস্পতিবার যা ছিল বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে।  পর পর দুই দিন পানিতে প্লাবিত হলো নিচু এলাকা।

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাটসসহ বিভিন্ন স্থাপনা। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের।
মেঘনার উপকূলবর্তী চরনিজাম, কলাতলীর চর, চর যতিন, চর জ্ঞান, কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মাঝের চর, চর শাহজালাল, কচুয়াখালীরচরসহ ২০ চর প্লাবিত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

কুকরি-মুকরি ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, দু’দিন ধরে জোয়ারে কুকরি-মুকরি ও চরপাতিলার নিচু এলাকা ডুবে গেছে।  
চর শাহশাজাল এলাকার মো. নাছির উদ্দিন বলেন, জোয়ারের পানির কারণে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে।
স্বাভাবিকের চেয়ে পানির চাপ অনেক বেশি হওয়ায় এলাকার কয়েক’শ ঘর বাড়ি ও দোকানপাট তলিয়ে গেছে। গত দুই দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, মেঘনার বিপদ সীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে এখনো তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।