ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রবাসীরা জনসন টিকায় অগ্রাধিকার পাবেন: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
প্রবাসীরা জনসন টিকায় অগ্রাধিকার পাবেন: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জনসন টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।  

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে ৬০ লাখ জনসন টিকা আসবে। তবে এই টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। এই টিকা শুধুমাত্র এক ডোজ দিলেই হয়।

তিনি বলেন, প্রবাসীরা যেন জনসন টিকায় অগ্রাধিকার পান, সেজন্য স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও আমি অনুরোধ করবো।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।