ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল ফেরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জুলাই ২৩, ২০২১
পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল ফেরি

ঢাকা: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে শাহজালাল নামে একটি রো রো ফেরি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ।

এ ঘটনায় অর্ধ শতাধিক যাত্রী আহত হলেও সেতুর কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (২৩ জুলাই) পদ্মাসেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।  

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, রো রো ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে। তারপরও আমাদের টিম গেছে ঘটনাস্থলে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১

এমঅাইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ