ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঈদের দিন বিকেলে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের কিসমত গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- শিমু (৯) ও জান্নাতুন (৪)। তারা ওই গ্রামের শাহাবুল আলম জাম্বুর মেয়ে।
পুলিশ জানায়, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে এলাকাবাসী বাড়ির পাশে এক ডোবার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে এক ডোবার পানি থেকে তাদের মরদেহ উদ্ধা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
আরএ