হবিগঞ্জ: মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে হবিগঞ্জে পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) বরখাস্ত করা হয়েছে। তার নাম মুমিন সিরাজী।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মুমিন সিরাজী কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন। ময়মনসিংহে তার মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বাংলানিউজকে বলেন, এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। ২/৩ দিন আগে মাদক পরিবহনের অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে।
এসআই মুমিন ময়মনসিংহে গাঁজা ও ফেনসিডিলসহ আটক হয়েছিলেন বলে আরেকটি সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
আরএ