পটুয়াখালী: পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে ১৮৯১টি মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় জেলার কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এরপর লঞ্চঘাটস্থ মদিনা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জাম মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলার ডিসি কোর্ট জামে মসজিদ, বাইতুল আমান ট্রাস্ট জামে মসজিদ, কলের পুকুরপাড় জামে মসজিদ, নিউমার্কেট জামে মসজিদ, নেছারিয়া মাদরাসা জামে মসজিদ ও ওয়ায়েজিয়া জামে মসজিদসহ জেলার ১৮৯১টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে সব মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় নামাজের পূর্বের আলোচনায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, করোনা ভাইরাস এর সংক্রমণ নিয়ন্ত্রণসহ কোরবানি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে ইমাম সাহেবগণ আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
আরএ