ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

সোমবার থেকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জুলাই ১৮, ২০২১
সোমবার থেকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল শুরু ব্রিজ সংস্কারে কাজ করছে সওজ বিভাগ বান্দরবানের কর্মচারীরা

বান্দরবান: ট্রাকের ধাক্কায় রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হওয়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ১৫ কিলোমিটার কলাতলী পাহাড় এলাকার বেইলি ব্রিজটির সংস্কার কাজ শেষ হয়েছে। ফলে সোমবার (১৯ জুলাই) সকালে থেকে স্বাভাবিক হবে যান চলাচল।

 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, ওই বেইলি ব্রিজটি মেরামতের কাজ শেষ হয়েছে বিকেলে। রাতে পর্যবেক্ষণ করা হবে এবং সোমবার সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক হবে।  

এর আগে, গত ১৬ জুলাই রাতে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ব্রিজটির রেলিং ভেঙে যায়। ব্রিজটিও একপাশে ঝুঁকে পড়ে। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে ছোট যানবাহনগুলো পারাপার হচ্ছিল। তবে দু’টি ওভারলোড ট্রাক পারাপার হওয়ায় ওইদিন সকাল ১০টার পর থেকে ব্রিজটি দিয়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে স্থানীয়রা ও সওজ বিভাগ ব্রিজটি যান চলাচলের জন্য বন্ধ করে সংস্কার কাজ শুরু করে। আর এতে দু’দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

এদিকে, কোরবানির ঈদের আগে দ্রুত সময়ে ব্রিজটি সংস্কারে সওজ বিভাগ উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের ভোগান্তী অনেকটাই কমেছে।

** যান চলাচল বন্ধ বান্দরবান-রোয়াংছড়ি সড়কে

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।