লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করোনা সংক্রমণ রোধে লকডাউনে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এসব অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
আরো উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক আদিতমারী শাখা ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু প্রমুখ।
সোনালী ব্যাংক লিমেটেডের পৃষ্ঠপোষকতায় অতিদরিদ্র ১৭ জনকে দুই হাজার টাকা হারে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপজেলার একশ জনকে এক হাজার করে নগদ টাকা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
আরএ