নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় শদিুজ্জামান সুমন (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়াবাজারস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুজ্জামান সুমন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তরবট কাজল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি বাগাতিপাড়া উপজেলার নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে সুমন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআই