ঢাকা: চীন থেকে শনিবার (১৭ জুলাই) রাতে সিনোফার্মের ২০ লাখ টিকা ঢাকায় আসছে। চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বেইজিং এয়ারপোর্ট থেকে ১০ লাখ টিকা নিয়ে শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় প্রথম প্লেনটি ঢাকার পথে রওনা দিয়েছে। দ্বিতীয় প্লেনটি আরও ১০ লাখ টিকা নিয়ে রাত পৌনে ১০টায় রওনা দেবে।
শনিবার রাত ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম প্লেনটি পৌঁছাবে। দ্বিতীয় প্লেনটি পৌঁছাবে রাত ৩টায়। এছাড়া চীন ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দেবে।
বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। এছাড়া চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
টিআর/এমজেএফ