সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় নুরালী গাজী (৭২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরালী গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত আমির চাঁদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, নুরালী গাজী ঈদের কেনাকাটা করার জন্য বাড়ি থেকে শ্যামনগর বাজারে যাওয়ার সময় চন্ডিপুর কালভার্টের কাছে গেলে একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এনটি