ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

পোরশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, জুলাই ১৬, ২০২১
পোরশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর: নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে৷

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বাংলানিউজকে জানান, রাতে অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী
সারাইগাছী মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।