ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

‘চাল-ডালে অনেক দিন চইলা যাইবো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জুলাই ১৬, ২০২১
‘চাল-ডালে অনেক দিন চইলা যাইবো’

রংপুর: রংপুর জেলার সদর উপজেলায় আরো ২৫০ জন অতিদরিদ্রকে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী পেয়ে আমেনা বেগম নামের এক উপকারভোগী বলেন, 'আমি বুড়ি হইয়া গেছি। কামকাজ করবা পারি না। অকেজো হইয়া আছি। বসুন্ধরা গ্রুপ আইজ আমারে অনেক চাল-ডাল দিল। অনেক দিন চইলা যাইবো। তোমাগো উন্নতি হোক। '

সগির মিয়া নামের এক কৃষক বলেন, 'বসুন্ধরা গ্রুপের সাহায্য দিয়া আমার খুব উপকার হইছে। করোনার দিন কেউ আমারে কোন সাহায্য দেয় নাই। খুব কষ্টে দিন চলতাছে। এইটা দিয়া কিছুদিন খাইতে পারব। বসুন্ধরা গ্রুপের মঙ্গল হোক। '

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল মোয়াজ্জেম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, রংপুর জেলা শাখার সভাপতি ইরা হক, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রাব্বিসহ অন্যান্যদের মধ্যে শুভ আহমেদ, আরিফ, রোকসানা, রিতু, সোহাগ, জাহিদ, রবি, রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মারুফা আক্তারসহ অন্যান্যদের মধ্যে মিন্টু, জিহাদ, সোহেল, সাদেকুল, রিপন, আরমান, ফজলু, নিশি, আরিফ, হাবিব, লিমন, আশিক, সাঈদ, রিশাত, রাজ, রব্বানি, গোলজার, হাসান, রহিম, সুকুমার, রাঙ্গা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।