ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রুপাতলী বাস টার্মিনাল এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ১৬, ২০২১
রুপাতলী বাস টার্মিনাল এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান রুপাতলী বাস টার্মিনাল এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ব‌রিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে প্রায় ২০০ অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, রুপাতলী বাস টা‌র্মিনাল সংলগ্ন এলাকায় সরকা‌রি জায়গা দখল ক‌রে কয়েকশ দোকানপাট অ‌বৈধভা‌বে গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছে। এর ফলে যাত্রীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। নিয়মিত উচ্ছেদ অভিযানে অংশ হিসেবে শুক্রবার সেই অ‌বৈধ স্থাপনাগু‌লো উ‌চ্ছেদ শুরু হয়। এসময় প্রায় দুইশ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ