বরিশাল: বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে কয়েকশ দোকানপাট অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এর ফলে যাত্রীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। নিয়মিত উচ্ছেদ অভিযানে অংশ হিসেবে শুক্রবার সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু হয়। এসময় প্রায় দুইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমএস/কেএআর